আন্তর্জাতিক

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:প্রায় সাত মাস পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ শনিবার এয়ারলাইনসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি। পরে ঢাকা থেকে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ধাপে সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

সিঙ্গাপুর সরকারের ঘোষণা অনুযায়ী, দেশটিতে যেতে বাংলাদেশি নাগরিকদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হবে, যা যাত্রীকে বহন করতে হবে।

Comment here

Facebook Share