সারাদেশ

ঢাবির হল থেকে ‘ইয়াবা বিক্রির টাকা’সহ ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সূর্যসেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ছাত্ররা হলেন- সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।তিনি মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র আর আল আমিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।

ওই দুই ছাত্রের আটকের বিষয়টি ঢাবির নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) সাহেব আলী নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিন পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা পাঁচ হাজার ২৪০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।’

এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘হল প্রশাসন এসব বিষয়ে খুবই কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

Comment here

Facebook Share