বিশ্বকাপে মিশন শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ তামিম ইকবালের ইনজুরি। গতকাল শুক্রবার লন্ডনের দ্য ওভালে অনুশীলনের সময় কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম। তবে আশার কথা হলো, এক্স-রে রিপোর্টে তামিমের কব্জিতে কোনো ভাঙন ধরা পড়েনি।
আগামীকাল রোববার শুরু হবে বিশ্বকাপে বাংলাদেশের মহারণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালো শুরুর জন্য তামিমের মতো পরীক্ষিত ওপেনারের কোনো বিকল্প নেই।
তবে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এক্স-রে রিপোর্টে কব্জিতে ভাঙন ধরা না পড়লে আশা করি তামিম খেলতে পারবেন।’
আজ আরও একটি পরীক্ষা হবে তামিমের। এতে যদি রিপোর্ট ভালো আসে তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে এই টাইগার ড্যাশিং ওপেনারকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও তামিমকে পায়নি বাংলাদেশ। ওই ম্যাচে ব্যথার জন্য খেলতে পারেননি এই বাঁহাতি ওপেনার।
আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Comment here