মিজানুর রহমান,তালতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সীমিত ও নিধারিত জায়গায় যাত্রীবাহী অটোবাইক ও মাহেন্দ্র চলাচল এবং জরুরী রোগী সেবায় এ্যাম্বুলেন্স চলাচলে অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে থানা পুলিশ।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে তালতলী থানা চত্ত্বরে এ অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেয়া হয়।জানা গেছে, বর্তমান নোভেল-১৯ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা করতে জেলা পুলিশের নির্দেশে তালতলী উপজেলার মধ্যে চলাচলকৃত ১০টি যাত্রীবাহী অটোবাইক ও ১০টি যাত্রীবাহী মাহেন্দ্র চলাচলের জন্য অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে পুলিশ।
এছাড়াও জরুরী রোগী আনা নেয়ার জন্য ৪টি এ্যাম্বুলেন্স চলাচলে অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেয়া হয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. মহরম আলী, সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রবিউল ইসলাম, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও তালতলী থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment here