সারাদেশ

তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার নামাজ

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে দেশের সর্ববৃহৎ জুমার জামাতে ইমামতি করেন কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। আর নামাজ শেষ হয় দুপুর ১টা ৫১ মিনিটে। রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি আজকের এই সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নেন।

আজ শুক্রবার ফজর নামাজের পর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। আর তা বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্ব আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, মাওলানা আহমদ বাটলা সাহেবের বয়ানের পর সকাল ১০টায় তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের সাহেব। জুমার নামাজের পর বয়ান করেন জর্ডানের মাওলানা খতিব সাহেব। আছরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন।

প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Comment here

Facebook Share