সারাদেশ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে- যা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই এলাকাটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় দিন দিন তাপমাত্রা কমছে। এর ফলে পঞ্চগড়ে প্রতিবারের মতো এবারও আগাম শীতের আগমন ঘটেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। উত্তর থেকে বয়ে আসা হালকা হিমেল হাওয়া গায়ে শীত অনুভূত হচ্ছে।  শীতের দাপট থেকে রক্ষার জন্য ইতিমধ্যে মানুষ গরম কাপড় কেনাকাটা শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুম সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

 

Comment here

Facebook Share