দক্ষিনখান গাওয়াই বস্তিতে আগুন,মুক্ত আওয়াজ এর সাংবাদিকের ফোনে ফায়ার সার্ভিস - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দক্ষিনখান গাওয়াই বস্তিতে আগুন,মুক্ত আওয়াজ এর সাংবাদিকের ফোনে ফায়ার সার্ভিস

আশিকুল ইসলাম : সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ খান গাওয়াই মাদ্রাসার রোড সংলগ্ন। একটি বস্তিতে কারেন্টের তার এর সাথে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দৈনিক মুক্ত আওয়াজ পত্রিকার সাংবাদিক আশিকুল ইসলাম আকাশ ৯৯৯ কল করে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস কল করে আগুন নিয়ন্ত্রণ আনতে সহযোগিতা করে।

ঘটনাস্থলে ১৬ টি বাসার সব কিছু পুড়ে যায় এবং একটি শিশু অগ্নিদগ্ধ হয় নামটি জানা সম্ভব হয়নি তবে আনুমানিক বয়স ৬ থেকে ১০ বছর।

এ বিষয়ে ফায়ার সার্ভিস থেকে কোন কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে দৈনিক মুক্ত আওয়াজ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এম ফাহিম ফয়সাল জানায় আশিকুল ইসলাম আকাশ যে কাজটি করেছে খুব ভালো কাজ করেছে। সে দেশের জন্য কাজ করেছে।সে গণমাধ্যমের নিউজ পাঠানোর আগে  নিজে ঝাঁপিয়ে পড়েছে আগুন নিভানোর কাজে।

সে নিজে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে ডেকে আগুন নিভেছে ও তাদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।

সরকার থেকে আশিকুল ইসলামকে পুরস্কার দেয়া উচিত অনেক মানুষের জীবন বাঁচিয়েছে তিনি। সরকার যদি নাও দেয় এ বছরে শ্রেষ্ঠ সাংবাদিকের মেডেল তিনি পাবেন।

Comment here