বিনোদন

দারুণ সারপ্রাইজ গিফট পেয়েছি

বিনোদন প্রতিবেদক : ‘ভালোবাসার রঙ’ দিয়ে ২০১২ সালে রূপালি ভূবনে যাত্রা শুরু করেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথম ছবি দিয়েই দর্শক হৃদয় জয় করে নেন এই অভিনেত্রী। আজ তার জন্মদিন। করোনার কারণে সাদামাটাভাবেই বিশেষ এই দিনটি পালন করছেন তিনি।

মাহির ভাষ্য, ‘করোনার কারণে কোনো আয়োজন নেই। জন্মদিনের প্রথম প্রহরে স্বামী (পারভেজ মাহমুদ অপু) ও বন্ধু-বান্ধবদের নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কেটেছি। ওর পক্ষ থেকে দারুণ সারপ্রাইজ গিফট পেয়েছি। তাছাড়া আজ সারাদিন বাসায়ই থাকা হবে। সন্ধ্যায় ওর সঙ্গে একটু বের হওয়ার পরিকল্পনা আছে। কোথায় যাব তা এখনো ঠিক হয়নি।’

তিনি আরও বলেন, ‘রাত থেকেই পরিচিতজনরা ফোন করে বা মেসেজে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছে। করোনাকালীন সময় না হলে অবশ্যই বড় আয়োজনে কেক কাটা হতো। সবাইকে নিয়ে অনেক আনন্দ করতাম।’

এদিকে মাহি বর্তমানে ব্যস্ত আছেন ‘নবাব এলএলবি’ ছবির শুটিং নিয়ে। অনন্য মামুনের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন শাকিব খান। ছবি কাজ সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, ‘ছবির শুটিং প্রায় শেষ। শুধুমাত্র গানের কাজ বাকি আছে। এর শুটিং হবে দেশের বাইরে, মালদ্বীপে। খুব শিগগিরই গানের কাজটি শেষ করা হবে।’

এরপর কোনো ছবির শুটিং শুরু করবেন? জানতে চাইলে মাহি বলেন, ‘হাতে বেশ ক’টি ছবির কাজ আছে। ‘নবাব এলএলবি’ কাজ সময় মতো শেষ করতে না পারায়, অন্য ছবিগুলোর সিডিউল পরিবর্তন হয়ে গেছে। এখন আলোচনা করে ছবিগুলোর শুটিং ঠিক করা হবে।’

 

Comment here

Facebook Share