ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে মিরপুর মাজার রোডে ডেঙ্গু সচেতনতা অভিযানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘মশার কারণে জীবন চলে যাচ্ছে তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’ নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে যতদিন না পর্যন্ত পর্যন্ত আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব ততদিন পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান, এই সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’
কিছুদিনের মধ্যেই মশা মারার কার্যকরী ওষুধ দেশে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ কার্যকর মশা মারা ওষুধের প্রয়োগ চান। সংশ্লিষ্টদের সেদিকে নজর দিতে হবে।
এ সময় কাশ্মীর ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। প্রতিবেশী দেশ হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়।
Comment here