নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পরীক্ষামূলকভাবে তৈরি করোনাভাইরাসের জন্য কার্যকরী ওষুধ রেমডেসিভির দুই-তিনদিনের মধ্যেই হাতে পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার রাজধানীর কলাবাগানে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ২০০ বেডের করোনা ইউনিটের উদ্বোধনী আয়োজনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন আমেরিকাতে যে ওষুধটা তৈরি হয়েছে, সে ওষুধটি রেমডেসিভির। সে ওষুধটি বাংলাদেশেও কয়েকটি কোম্পানি বানাচ্ছে। আমাদের হাতে চলে আসবে আগামী দুই-তিন দিনের মধ্যে। সেটাও আমরা রোগীর সেবায় দিতে পারব।’
তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিনের ওপরও কাজ করছি। বিদেশে যেখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে সেখানে আমাদের যোগাযোগ স্থাপন চলছে। যখনই ভ্যাকসিন তৈরি হবে, তখনই বাংলাদেশ যেন সঠিকভাবে তাড়াতাড়ি পেয়ে যায়।’
নিউমোনিয়ার মতো উপসর্গসহ নতুন করোনাভাইরাসে নিরাময়ে কার্যকর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে উপসর্গ নিরাময়ে প্রচলিত কিছু ওষুধ ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে।
এগুলোর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফ্যাভিপিরাভির ও রেমডেসিভির পরীক্ষামূলকভাবে তৈরি করতে স্কয়ার ফার্মা, এসকেএফ, বীকন, বেক্সিমকো, জিসকা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সরকারের অনুমতি পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উন্নত অনেক দেশগুলোয় এই মহামারি সামাল দিতে পারেনি। লাখ লাখ মৃত্যু এবং আক্রান্ত। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা হলো আগামী অল্পদিনের মধ্যে ল্যাব সংখ্যা বাড়ানো। এ মাসের মধ্যেই টেস্ট ফ্যাসিলিটি ১০ হাজারের উপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।’
Comment here