সারাদেশ

দুই মিল শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল

যশোরে আহাদ জুট মিলসে বিদ্যুৎস্পৃষ্টে মতিয়ার রহমান (৪৮) ও কবির গাজী (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।(বৃহস্পতিবার ২৫শে জুলাই) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন,যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মতিয়ার রহমান ও সুলতানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে কবির গাজী।

তারা আহাদ জুট মিলসের ভিতরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।জুট মিলের ইউনিটের ম্যানেজার কামরুজ্জামান বলেন, সকালে শ্রমিকরা মিলসের ভিতরে নির্মাণের কাজ করছিলেন।ওইসময় গরমের কারণে মতিয়ার রহমান সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন।তাকে রক্ষা করতে গিয়ে কবির গাজীও বিদ্যুতায়িত হন।পরে অন্য শ্রমিকরা উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাস বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Comment here

Facebook Share