ক্রিকেটখেলাধুলা

দেখে নিন বিপিএলে টিকিটের দাম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ব্যাটে-বলের লড়াইয়ের অপেক্ষা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে পরশু। আজ বিসিবি জানিয়ে দিয়েছে বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলোর টিকিটের দাম।

কাল থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে। এ ছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে shohoz , paypoint ও gadgetbangla ওয়েবসাইটে।

এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকবে। কোনো কারণে খেলা পরিত্যক্ত হলে টিকিটের দাম ফিরিয়ে (রিফান্ড) দেওয়া হবে কিনা, সেটি নিয়ে অবশ্য কিছু জানায়নি বিসিবি।

টিকিটের মূল্য—
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজ: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
পূর্ব গ্যালারি: ২০০ টাকা।

Comment here

Facebook Share