নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে অনেক এলাকায় বজ্রপাত, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর নাগাদ এই ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি বলেন, লঘুচাপের প্রভাবে এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে দুপুর ১২টা নাগাদ ঢাকাসহ আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় হবে। তবে ঝড়ে বাতাসের গতিবেগ খুব বেশি হবে না।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ৩৯ মিলিমিটার। এ ছাড়া সিলেট ও শ্রীমঙ্গলে ২৯ মিলিমিটার, বগুড়ায় ২৪, বদলগাছিতে ১৮, বরিশালে ১২, টাঙ্গাইলে ১৬, ময়মনসিংহে ১১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়।
Comment here