নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চারজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এই ভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইইডিসিআর পরিচালক বলেন, ‘নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজন নারী ও বাকি তিনজন পুরুষ। একজন আগে আক্রান্ত রোগীর পরিবারের সদস্য। বাকি তিনজন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন, আরেকজন কুয়েত থেকে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ১৪।’
করোনায় মৃত্যু ব্যক্তি সম্পর্কে আইইডিসিআর’র পরিচালক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন। তার বয়স ৭০ বছরের বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন।’
মীরজাদী সেব্রিনা বলেন, ‘তার ডায়বেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল, কিডনিতে সমস্যা ছিল। হার্টে সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।”
ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। করোনার সংক্রমণ আছে এই সন্দেহে আমরা ১৬ জনকে আইসোলেশনে রেখেছি।’
গত ৮ মার্চ দেশে প্রথম করেনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তবে প্রথমধাপে আক্রান্তদের তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।
Comment here