জাতীয়

দেশে করোনায় প্রথম মৃত্যু, রোগী সম্পর্কে যা বললেন ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসে একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিহত ওই ব্যক্তি সম্পর্কে আজ বুধবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ব্রিফিংটি অনুষ্ঠিত হয় আইইডিসিআর’র সম্মেলন কক্ষে।

আইইডিসিআর’র পরিচালক জানান, দেশে করোনাভাইরাসে প্রথম মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছেন।

মীরজাদী সেব্রিনা জানান, ওই ব্যক্তির ডায়বেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল, কিডনিতে সমস্যা ছিল, হার্টে সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।

এই কর্মকর্তা জানান, নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চারজন। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্তান্ত রোগীর সংখ্যা এখন ১৪।

Comment here

Facebook Share