নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সেতুমন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
রাতে দেশে ফিরে বিমানবন্দর থেকে ওবায়দুল কাদের সরাসরি বাসায় যান। আওয়ামী লীগের এই নেতার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান সেতুমন্ত্রী। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
 
            

 
                                 
                                
Comment here