দেশে ‘ফ্রি স্টাইলে’ ঋণখেলাপি হচ্ছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশে ‘ফ্রি স্টাইলে’ ঋণখেলাপি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চুপ থাকায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

তিনি বলেন, ‘দেশে ফ্রি স্টাইলে ঋণখেলাপি হচ্ছে। শেয়ার বাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ, বিদ্বান ব্যক্তি। তাকে সম্মান না করে পারা যায় না। কিন্তু তিনি নীরব কেন?’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুস্তম আলী ফরাজী এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি।

রুস্তম আলী ফরাজী বলেন, ‘দেশে “ফ্রি স্টাইলে” ঋণখেলাপি হচ্ছে। নয়-ছয় করে, ঘুষ-দুর্নীতি করে টাকা আয় করছে। সেই টাকা নিয়ে বিদেশে পাচার করে, এগুলো দেখবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী একেবারে নীরব হয়ে গেছেন। অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে, বিতর্কে অংশ নিতে হবে। জাতিকে আশাবাদী করতে হবে, বোঝাতে হবে কারা অপপ্রচার চালায়। কারা বলে ব্যাংক শূন্য, রিজার্ভ শূন্য, দেশে দুর্ভিক্ষ হবে। এসবের জবাব দেবে কে? অর্থমন্ত্রী। আশা করি তিনি ব্যাখ্যা দেবেন।’

কানাডার বেগম পাড়ার কথা তুলে ধরে সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘কয়েকদিন আগে টিভিতে দেখি আওয়ামী লীগের এক নেতা কানাডার বেগম পাড়ার খোঁজ করছে। সেখানে তার নাকি আত্মীয়রা থাকেন। এ বেগম পাড়ায় শুধু বেগমদের পাঠান হয়েছে। এ দেশের আওয়ামী লীগ ও বিএনপির বড় বড় লুটেরা, অনৈতিকভাবে অর্থ পাচার করে সেখানে বাড়ি কিনেছেন, ব্যবসা করছে, বউ-ছেলে-মেয়েদের পাঠিয়েছে। এদের তালিকা তৈরি করুন। তারা কীভাবে এ টাকা পায় তা খুঁজে বার করুন, তারা প্রভাবশালী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে জাপা সংসদ সদস্য বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এজন্য অনেক ভালো কাজ করতে হয়েছে। সেগুলো করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। কিন্তু অনেকে নিজের কাজ না করে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। এটাই সমস্যা। পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন দোয়া করতে হবে।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি দলের সংসদ সদস্য অসীম কুমার উকিল, আমিরুল আলম মিলন, সাহিদুজ্জামান, বদরুদ্দোজা ফরহাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, সৈয়দা জোহরা আলাউদ্দীন, ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান প্রমুখ।

 

Comment here