নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন, আর মৃত্যু হয়েছে ৩ জনের।
আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪ জনের। তার মধ্যে করোনায় আক্রান্ত পাওয়া গেছে ৫৮। যা গতকালের তুলনায় অনেক কমেছে। আমরা মনে করি এটা একটা ভালো সংবাদ। মৃত্যুবরণ করেছে ৩ জন, সেটাও গতকালের তুলনায় কম। এটাও একটা ভালো খবর। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
বিস্তারিত আসছে…
Comment here