‘দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বর্তমানে দেশ এক ব্যক্তির কথায় চলে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে কোট-কাচারি-উচ্চ আদালত থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক ব্যক্তির নিয়ন্ত্রণে,এক ব্যক্তির কথায় চলে। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এই স্বৈরতান্ত্রিক মানসিকতা সস্পন্ন বিকারগ্রস্থ এক ব্যক্তির শাসনে দেশটা ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে। ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই আপনাদেরকে উদ্যমী হয়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নাই, আছে ‘‘হাসিনার শাসনতন্ত্র’’। হাসিনা মানে সংবিধান। দুটি কথা সব কিছুতে, ‘‘আমি’’ আর ‘‘সব কিছু আমার’’। আমার বা আমারবাদ। গণতন্ত্রে কিন্তু কখনো আমার শব্দটি গ্রহণযোগ্য না। গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত। গণতন্ত্র মানে এক জনের মত নয়, গণতন্ত্র মানে একজন নয়।’

 

Comment here