দেশ পরিণত হয়েছে হীরক রাজার দেশে : রিজভী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

দেশ পরিণত হয়েছে হীরক রাজার দেশে : রিজভী

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ হীরক রাজার দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের সময় তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় রিজভী বলেন, ‘ক্ষমতার দম্ভে বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ‘ধরাকে সরা জ্ঞান’ করছে। শুধু ধরাকে সরা জ্ঞান নয়, দেশ পরিণত হয়েছে হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের মতোই বাংলাদেশের মন্ত্রী-নেতাদের উদ্ভট, অসামঞ্জস্য ও লাগামহীন কথাবার্তা এবং আচরণে দেশবাসী এখন অতিষ্ঠ হয়ে উঠেছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি যত ভয়ংকর ডিক্টেটরই হন না কেন, জনগণের পুঞ্জীভূত ক্রোধ এখন বিস্ফোরন্মুখ হয়ে আছে। যেকোনো সময়  আপনার সরকার ভূতলে শায়িত হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিচার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কবজায় নিয়ে দেশে নব্য বাকশালী শাসন কায়েম করা হয়েছে। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে দেশকে এক ভয়াল নগরী বানানো হয়েছে।’

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সকাল সাড়ে ১০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Comment here