নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ৪ নাবালক শিশু আসামিকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। হাইকোর্টের আদেশের পর আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে ওই ৪ শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ দেখে গতকাল বৃহস্পতিবার রাতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালককে রাতেই তাদের মুক্তির জন্য মেইলে বার্তা পাঠান। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাইক্রোবাস যোগে ৪ শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন প্রশাসনের কর্মকর্তারা।
স্বজনদের হাতে ওই ৪ শিশুকে বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা। এ সময় ইউএনও মাধবী রায় বলেন, ‘আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। আর গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হবে।’
সন্তানদের কাছে পেয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের স্বজনরা। মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।
Comment here