নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষানটেকের ধামালকোট বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাগা এই আগুনে পুড়ে গেছে অন্তত ৫ শতাধিক বস্তিঘর। এতে রাস্তায় নেমে আসে গৃহহীন সহস্রাধিক মানুষ। ছোট ছোট শিশু, নারী-পুরুষ সর্বহারা এসব মানুষ এখন খোলা আকাশের নিচে নিদারুণ কষ্ট ভোগ করছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি তিনি।
Comment here