নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আগামীকাল বুধবার সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দেন তারা।
আজ মঙ্গলবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, ‘আজ পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসবেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। এতে আমাদের ৬ জন নিহত হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে গেছে সারাদেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে আন্দোলন করছেন। অন্যদিকে, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। কোনো কোনো এলাকায় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে সারাদেশে এ পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
Comment here