বাদশা আলী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর র্যাব-১৩ পৃথক ২টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
আটকৃতরা বিরামপুর উপজেলার বিচকিনি গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭), কোতয়ালী থানার রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে রানা (৩০) ও নবাবগঞ্জ উপজেলার আহাম্মাদনগর গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে মিঠুন আলী (২৪)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান জানান- সোমবার রাতে উপজেলার চড়ারহাট নামক স্থান থেকে মাদক বহনকালে দিনাজপুর র্যাব-১৩ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
Comment here