সারাদেশ

নবীগঞ্জে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট

আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমন রোধে নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের পরামর্শে তল্লাশির জন্য পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত কেউ যাতে এই এলাকায় না ঢুুকতে পারে সেই জন্য এই পুলিশী চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে এই চেকপোস্ট বসানো হয়।
এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান জানান,সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অচেনা অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকছে বলে খবর পাচ্ছি। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ নতুন বাজারে,সালামতপুর রোডে, হাসপাতাল রোডে,নবীগঞ্জ কলেজ রোডে, আউশকান্দি বাজার ও সৈইদপুর বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা প্রদান করব। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

Comment here

Facebook Share