নরসিংদী প্রতিনিধি: ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অভিযান পরিচালনা করে ২ জন আটক করেছে।
জানা যায়, নরসিংদী সদর উপজেলা সংলগ্ন সোনাতলা এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে আশপাশের মসজিদ , বাড়ীঘর ও দোকানপাট ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় এই অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দু’ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান উপস্থিত ছিলেন।
আরও জানা যায় সদর উপজেলার পাচদোনা, মাধবদী সহ অন্যান্য এলাকায় ও অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়, পর্যায় ক্রমে সকল এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।
Comment here