নরসিংদী প্রতিনিধি: ৯ আগস্ট রাত আনুমানিক ১০ টায় নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন বাহেরদিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে রিপন (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষের ছুরির আঘাতে খুন হয়েছে । নিহত রিপনের স্বজনরা জানান রাত আনুমানিক ১০টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে রিপনকে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তৎক্ষনাক এলাকার লোকজন আহত রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
হত্যা কান্ডের বিষয়ে সততা নিশ্চিত করে শিবপুর থানার ওসি তদন্ত মমিনুল ইসলাম জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও এই হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
Comment here