নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নাটোর থেকে ঢাকা ও খুলনাগামী ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে রাজশাহী থেকে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন।
স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পার্বতীপুর থেকে ঢাকাগামী মিটার গ্রেজ মালবাহী একটি ট্রেন বেলা পৌনে ১টার দিকে আব্দুলপুর জংশনে সিগনাল পায়। এরপরই জংশনের ১ম পয়েন্টের কাছে পৌঁছালে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে আরও দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে লাইনচ্যুত হওয়া ট্রেনটি তিনটি বগি রেখে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে সাড়া দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।
Comment here