নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর মারা যাওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে। আজ বুধবার ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দুপুরে ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা যান ওই ব্যক্তি।
দৈনিক মুক্ত আওয়াজঅনলাইনকে এজাজুর রহমান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।’
তিনি আরও বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি নিজের জন্যই ওষুধ কিনতে ওই ফার্মেসিতে গিয়েছিলেন বলে দোকানের ওষুধ বিক্রেতা জানিয়েছেন।’
আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা এবং তা পরীক্ষা করাসহ অন্যান্য কাজগুলোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ভাটারা থানার উপপরিদর্শক।
Comment here