নির্মাণাধীন ভবনে ধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নির্মাণাধীন ভবনে ধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহুরুল শেখ (২০) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গ্রেপ্তার করা হয় তাকে। অভিযুক্ত জহুরুল সুজানগর উপজেলার আমিনপুর থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রীদের বাড়িতে যান জহুরুল। এসময় কৌশলে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ওই দিনই তার বাবা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত জহুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, থানায় মামলা দায়ের পর দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আইন অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।

 

Comment here