চিলিতে একটি বাড়ির ওপর বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পুয়ের্তো মন্ট শহরে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলে হয়েছে, লা পালোমা বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তা এক হাজার কিলোমিটার দূরত্বে থাকা একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানে থাকা পাইলটসহ ছয়জন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ ছিলেন। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
স্থানীয় সংবাদমাধ্যমে দেখা যায়, বিমানের একটি অংশ বাড়ির আঙিনায় পড়ে আছে।
এদিকে বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন,বিমানটি উড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এ সময় ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন তিনি।
তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মেয়র হ্যারি জারগেনসেন।
Comment here