নুসরাতের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার : আইনমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

নুসরাতের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী যাতে ছাড় না পায় সে বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলে দেওয়া হয়েছে।’

ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সব রকমের সহযোগিতা করবে জানিয়ে আনিসুল হক প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মেধা, শ্রম ও আন্তরিকতার সমন্বয়ে ভালোভাবে কাজ করার পরামর্শ দেন। যাতে করে বিদেশে বাঙালিদের কাজের সুনাম ছড়িয়ে পড়ে এবং বিদেশিরা তাদের প্রয়োজনে বাঙালিদের গুরুত্ব অনুভব করে।

আইনমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দেশে ও বিদেশে কাজে লাগাতে চায়। এ জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য। তাই আপনারা বিদেশে থেকেও বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন। আপনারা বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাবেন। বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করবেন। সরকারের পাশাপাশি আপনারাও বিদেশে নতুন নতুন কর্মক্ষেত্র খুঁজে বের করবেন। প্রয়োজনে আমাদের দূতাবাসের সহযোগিতা নেবেন।’

বাংলাদেশ থেকে কেউ বিদেশে আসার ব্যাপারে যোগাযোগ করলে তাদের বৈধ উপায়ে আসার পরামর্শ দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে সমুদ্রপথে বিদেশে না আসে সে ব্যাপারে পরামর্শ দেবেন।’

Comment here