হৃদয় আহমেদ, (কলমাকান্দা) নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা আজ (২৭ জুন) শনিবার পুকুরের পানিতে ডুবে নুর-জামাল (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের বাসিন্দা ও   সাহেব আলীর ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাযায়, কিছু বৃষ্টির পানি বেড়ে যাওয়ার  ফলে নুরজামাল বাড়ির পেছনের পুকুরে
 জাল দিয়ে বাধ দিতে যায়।  সাঁতার না জানা থাকায় পুকুরের পানিতে সে হঠাৎ ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
				 
            

 
                                 
                                
Comment here