সারাদেশ

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে উঠেছিল দিল্লিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২৫ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প হয় নেপালে। প্রথমটি বেলা ২টা ২৫ মিনিটে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৬। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত আনে।

এই কম্পন অনুভূত হয় ভারতেও। অরুণাচল প্রদেশে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এ ছাড়া দিল্লিতে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবন থেকে বেরিয়ে আসে বাসিন্দারা। উত্তরাখন্ডে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর দিল্লি পুলিশ এক বার্তায় জানায়, আশা করি আপনারা সবাই নিরাপদ আছেন। আতঙ্কিত হবেন না, ভবন থেকে বেরিয়ে নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিন। জরুরি সহায়তার জন্য ১১২-এ কল করুন।

Comment here

Facebook Share