সারাদেশ

নোয়াখালীতে ‘মোখা’র প্রভাব শুরু

উপকূলীয় জেলা নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

নোয়াখালীর সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘনা নদীর জোয়ার স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় নোয়াখালীতে ৪৬৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রে দুর্যোগকালীন ৩ লাখ ৩ হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া আট হাজারের অধিক স্বেচ্ছাসেবী ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১১১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নোয়াখালীতে কর্মরত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: আরও কাছে ‘মোখা’, এবার ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি

advertisement

এদিকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের পক্ষ থেকে পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন।

Comment here

Facebook Share