বিথীর চাচা মোঃ খালিদ হাসান জানান, চার মাস আগে মেয়েটির বিয়ে হয় পারিবারিকভাবে বিয়ের পর পারিবারিক ক*লহের জের ধরে বিথীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নি*র্যাতন শুরু করে। নি*র্যাতন সইতে না পেরে বিথী দুই মাস আগে বাপের বাড়ি চলে এসেছিলেন। দুইদিন আগে এই নিয়ে শালি*স-মী*মাংসা হয়।
স্বামী মোমেন ও তার বাড়ির লোকজন বিথীর ওপর আর নি*র্যাতন করবে না বলে মৌখিকভাবে অঙ্গীকার দেয়। এরপর বিথীকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। তিনি বলেন, বিথী স্বামীর বাড়িতে আ*ত্মহ*ত্যা করেছে বলে খবর পেয়ে বুধবার সকালে কমলাপুর গ্রামে যাই। সেখানে বিথীর লা*শ দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা*শ উদ্ধার করে ময়*নাতদ*ন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল ম*র্গে পাঠায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন জানান, বিথীর মৃ*ত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মোমেনকে আটক করা হয়েছে। ময়*নাতদ*ন্তের রিপোর্ট হাতে পাওযার পর জানা যাবে এটি হ*ত্যা না আ*ত্মহ*ত্যা।
Comment here