সারাদেশ

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হঠাৎ বাতিল

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় এক্সপ্রেসের আজ সোমবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। যাত্রীদের এই রুটের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে গন্তব্যে যেতে বলা হয়েছে। ঈদের আগের দিন হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী জানান, কোনো কারণ ছাড়াই ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। টিকিট ফেরত না নিয়ে দ্রুতযান এক্সপ্রেসে করে গন্তব্যে যেতে বলা হচ্ছে। কিন্তু ১২ থেকে ১৩ ঘণ্টার পথ দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়।

এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঠিক কী কারণে বাতিল হয়েছে, তা জানা নেই।’

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার ঈদের দিন বন্ধ থাকবে দেশের সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে।

 

Comment here

Facebook Share