বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হিংস্র আচরণে এই সরকার জনগণের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়েছে। যার পরিণতি হবে ভয়াবহ।
তিনি বলেন, অনাচার আর অপকর্মের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে আওয়ামী নাৎসীরা। এদের তর্কাতীত ক্ষমতা ভোগ করার মনোভাব থেকে জন্ম নিয়েছে দুঃশাসনের বর্বর উপাদান। মানবতার অগ্রগতি ও রাষ্ট্র সমাজে শান্তির জন্য বেমানান এই সরকার।
আজ বুধবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দলের এই মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোট মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ১৫৩০ জনেরও বেশি নেতাকর্মীকে। মোট আহত হয়েছেন ৬৫ জনেরও বেশি।
সংবাদ সম্মেলনে সারাদেশে বিএনপি নেতাকর্মী ও তাদের পরিজনের উপর জুলুম-নির্যাতনের বর্ণনা দিয়ে রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীরা এক কঠিন সময় পার করছে। অনেকটা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো। সহায় সম্বলহীন নিঃস্ব তারা। সরকারের গ্রেফতার-নির্যাতন আর দমন-পীড়নে সারাদেশে চলছে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে মাতম আর মর্সিয়া। কান্নার আহাজারিতে এক বিষন্ন গুমোট অবস্থা বিরাজ করছে জন-সমাজে।
এসময় তিনি অবিলম্বে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশব্যাপী আজকের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার জন্য দল ও অঙ্গসংগঠন এবং সকল সমমনা দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
Comment here