পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশিরা ভারতের নাগরিক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশিরা ভারতের নাগরিক

দৈনিক মুক্ত আওয়াজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার রাজ্যে থাকা যেসব বাংলাদেশি ভোট দিয়েছেন তারা সবাই ভারতের নাগরিক। তাদের নতুন করে ভারতের নাগরিকত্বের আবেদন করতে হবে না। গতকাল মঙ্গলবার রাজ্যে এক জনসভায় মমতা এমনটাই দাবি করেন। খবর এনডিটিভির।

দিল্লিতে গত সপ্তাহে সাম্প্রদায়িক সহিংসতায় ৪৬ জন নিহতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে আরেকটা দিল্লি তিনি হতে দেবেন না। রাজ্যটিতে থাকা বাংলাদেশিদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। এখন ওরা (বিজেপি) বলছে, আপনারা নাগরিক নন! ওদের বিশ্বাস করবেন না।’ নাগরিকত্ব আইন (সিএএ) বা জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) নামে পশ্চিমবঙ্গ থেকে একজনকেও বিতাড়িত করতে দেবেন না বলেও কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দেন তিনি। দিল্লির সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘ভুলে যাবেন না এটা বাংলা। দিল্লিতে যা হয়েছে, তা এখানে কখনো হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরও একটা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ হয়ে উঠুক।’

Comment here