কায়সার হামিদ ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে রিফাত হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, বিকালে ঝড় শুরু হলে আলী আহাম্মদ সওদাগার বাড়ীর পাশে আম কুড়াতে যায় রিফাত। এসময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিফাত ওই এলাকার ভ্যান চালক নুরুল আফছারের ছেলে ও পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
তার সাথে থাকা প্রতিবেশি সেলিমের ছেলে অনিকও গুরুতর আহত হয়।
Comment here