সারাদেশ

পাইকগাছা মধুখালী এলাকা থেকে গাঁজা গাছসহ একজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃআল আমিন : পাইকগাছায় খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে থানা এলাকা থেকে ৩ টি গাঁজার গাছসহ ১জন কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম পাইকগাছা থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গোপন  সংবাদের ভিত্তিতে পাইকগাছার মধুখালী মোঃ মন্টু বিশ্বাস (৪৮) বাড়ির আঙ্গীনায় গাঁজা গাছ চাষাবাদ করেছে মর্মে জানতে পারেন।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মঙ্গলবার ২৯ মার্চ বিকেল সোয়া ৫ টায় ঘটনাস্থল মধুখালী গাজীবাড়িতে পুলিশ ধৃত অভিযান চালিয়ে মোঃ মন্টু বিশ্বাসের বাড়ির আঙ্গীনা হতে মোঃ মন্টু বিশ্বাস (৪৮) কে গ্রেফতার করে।
মধুখালী গ্রামের গাজী বাড়ি মৃত আকবার বিশ্বাসের পুত্র।
জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি তার চাষাবাদকৃত ৩ টি গাঁজা গাঁঁছ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত গাঁজা গাছ নিয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

Comment here

Facebook Share