পাকিস্তানির চরিত্রে অভিনয় করবেন না অমিতাভ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

পাকিস্তানির চরিত্রে অভিনয় করবেন না অমিতাভ

এবার ছবি বানাচ্ছেন অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রুসেল পুকুট্টি। ছবিটির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবির বিষয় ঠিক হয়ে গিয়েছিল দুই বছর আগেই। ছবির বিষয়ে উঠে আসবে ভারত-পাকিস্তান সম্পর্ক, টেনশন। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল বিগ বি-র। তবে চরিত্রটি ছিল একজন পাকিস্তানির। আর সে কারণেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন বলিউডের শাহেনশা। কিন্তু অমিতাভ ছাড়া এই ছবি করা প্রায় সম্ভব না।

ছবিটি নিয়ে গত দুবছর ধরে নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনা করে আসছিলেন রুসেল পুকুট্টি। ছবিতে শান্তির বার্তা থাকায় চিত্রনাট্য নাকি বেশ পছন্দও ছিল অমিতাভ বচ্চনের। প্রথম দিকে ছবিতে কাজ করতেও আগ্রহী ছিলেন তিনি। রুসেল ছবির কাজ শুরুর জন্য বিগ-বি কবে ডেট দেন, সেই অপেক্ষাতেই ছিলেন।

তবে বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে তাতে এই ছবিতে তিনি কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বচ্চন। কারণ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কোনওভাবেই কোনও পাকিস্তানির চরিত্রে অভিনয় করতে চাইছেন না। পাকিস্তানের ছবি নয় চরিত্রটা পাকিস্তানির তাতেও আপত্তি বিগ বি-র। তার এই না করাতে ভেঙে পড়েছেন পুকুট্টি

Comment here