পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই তামিমের রেকর্ড - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই তামিমের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ মাসেরও বেশি  সময় পর জাতীয় দলের হয়ে খেলতে নেমেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে তিনি আবারও ফিরেছেন মাঠে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন তামিম।

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে এই বাঁহাতি ওপেনারই এখন সর্বোচ্চ রানের মালিক। বাংলাদেশ সময় তিনটায় শুরু হওয়া এই ম্যাচে হারিস রউপকে চার মেরে এই মাইল ফলক অর্জন করেন তামিম। এই ম্যাচসহ ৭২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৫৯৫ রান। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে ৩৯ রান করেন তামিম।

২৩.৮৯ গড়ে তামিম এই রান করেন। সর্বোচ্চ অপরাজিত ১০৩। সেঞ্চুরি একটি ও হাফসেঞ্চুরি ৬টি। চার মারেন ১৬৯টি ও ছয় মারেন ৪০টি।

এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ৭৬ ম্যাচে করেন ১৫৬৭ রান। সাকিব এখন দ্বিতীয় স্থানে আছেন। ৮৪ ম্যাচে ১৪৩০ রান নিয়ে তৃতীয় স্থানে মাহমুদউল্লাহ, সমান ম্যাচে ১২৬৫ রান নিয়ে চতুর্থ স্থানে মুশফিক ও ৪৪ ম্যাচে ৯৪৬ রান নিয়ে ৫ম স্থানে আছেন সাব্বির রহমান।

Comment here