‘পানি নাই পানি চাই, ওয়াসা কর্তৃপক্ষ জবাব চাই’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
অন্যান্য

‘পানি নাই পানি চাই, ওয়াসা কর্তৃপক্ষ জবাব চাই’

নিজস্ব প্রতিবেদক:পানির দাবিতে রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই এলাকার বাসিন্দারা। আজ রোববার সকাল ৯টার দিকে তারা মিরপুর থেকে ফার্মগেট আসার সড়ক অবরোধ করে এ বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীরা প্রায় ঘণ্টা খানেক সড়ক অবেরাধ করে রাখেন। এতে শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী অসংখ্য নগরবাসী। পরে তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখালে স্বাভাবিক হয় যান চলাচল।

বিক্ষোভে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন। তারা কলসসহ পানি রাখার বিভিন্ন পাত্র নিয়ে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ‘পানি নাই, পানি চাই। ওয়াসা কর্তৃপক্ষ জবাব চাই’।

 

বিক্ষোভকারীরা জানান, তারা পূর্ব শেওড়াপাড়ায় অনেক দিন ধরে পানির সমস্যায় আছেন। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি।

Comment here