সারাদেশ

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম আর নেই

নিজস্ব প্রতিবেদক : পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) এমএ হাসেম মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। আজ বুধবার রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার টিটু তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজ আল কায়সার জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে গত ১৬ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

 

Comment here

Facebook Share