পালানোর সুযোগ নেই, সাহেদকে গ্রেপ্তার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পালানোর সুযোগ নেই, সাহেদকে গ্রেপ্তার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে আত্মসমর্পণ করতে হবে, না হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। তারও উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে র‌্যাব-পুলিশ খুঁজছে। আশা করি, খুব শিগগিরই তার গ্রেপ্তারের বিষয়টি আপনাদের জানাতে পারবো। আমাদের পুলিশ এবং র‌্যাব তিনি (সাহেদ) কী ধরনের অন্যায় করেছেন সেগুলো ইনকোয়ারি (তদন্ত) করছে। তদন্ত রিপোর্টটা এলে আমি আপনাদের জানাতে পারব তার অন্যায়ের গভীরতাটা কতটুকু।’

সাহেদ দেশের বাইরে চলে গেছেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ার তো কোনো উপায় নাই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রস করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা খুঁজছি, আশা করি, শিগগরই তাকে ধরতে সক্ষম হবো।’

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘সাহেদ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চেষ্টা চলবে।’

Comment here