নিজস্ব প্রতিবেদক ; খুলনায় পাসপোর্ট করতে গিয়ে মেহেরুল্লা নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।আজ সোমবার বিকেল ৩টার দিকে আঙুলের ছাপ দেওয়ার সময় ধরা পড়েন তিনি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক রোহিঙ্গা যুবকের বাবার নাম পীর মোহাম্মদ। তিনি একরাম উল্লাহ নাম ও খুলনা সদরের রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের কর্মকর্তা অগ্নিভ চৌধুরী বলেন, বেলা ৩টায় একরাম উল্লাহ নাম দিয়ে এক যুবক পাসপোর্টের ফরম জমা দেন। তার আঙুলের ছাপ পরীক্ষা করা হলে রোহিঙ্গা ডেটাবেইসে সংরক্ষিত একটি ছাপের সঙ্গে মিলে যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সব স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে ওই যুবক তার প্রকৃত নাম মেহরুল্লা বলে জানায়। মিয়ানমারের আরাকান এলাকা থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারে আশ্রয়শিবিরে পরিবার নিয়ে থাকেন তিনি। স্থানীয় এক দালাল ১০ হাজার টাকা নিয়ে তাকে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। তবে ওই দালালের নাম তিনি বলতে পারেননি বলে জানান পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের এই কর্মকর্তা।
Comment here