সারাদেশ

পা কেটে ফেলা এতিম অসহায় রাকিবকে তুলে দেওয়া হলো নগদ টাকা।

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী মাসেই কৃত্রিম পা পাচ্ছেন রাকিব।
রাকিবের  পায়ে ছোট একটা ঘা হয়।  ধীরে ধীরে ঘা বেশি হয়ে যায়, এক পর্যায়ে  ৩ মাস হলো পা পচে যায় এবং পুরো পায়ে ঘা ছড়ে পরে।  পায়ে  পোকা ধরে যায়। কেউ কাছে যেত না গন্ধে।পায়ের পচন ধীরে ধীরে আরো বেশি হওয়ায় অপারেশন করে হাটুর নিচের অংশটুকু কেটে ফেলে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ স্যারের মাধ্যমে ফেসবুক থেকে সংগ্রহীত নগদ ৩১ হাজার ৫০০  টাকা রাকিবের মায়ের হাতে তুলে দেন। এছাড়াও ব্যক্তিগত ভাবে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ নগদ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লোকমান হোসেন ও ইসমাইল হোসেন।
আগামী মাসে আব্দুল গনি ভাই চট্রগ্রাম থেকে রাকিবের কৃত্রিম পা ফ্রিতে লাগিয়ে দেওয়া ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ।
রাকিবের মা মায়ের বয়স ৬০ বছর।  অন্যের বাসায়  অল্প একটু বাড়ি ছিল সেখানে থেকে কিছু বিক্রি করে আর মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করে পা কেটে ফেলেছে। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়াধানগড়া উত্তর পাড়া গ্রামে মৃত নুরুল হক ও সালমা বেগমের ছেলে রাকিব।

Comment here

Facebook Share