পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মোঃ নাঈম তালুকদার : “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে পিরোজপুরে। দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক।

উদ্বোধনের পর পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল ও মহড়া প্রদর্শন করেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগ প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। তাই সবাইকে দুর্যোগের পূর্ব, মধ্য ও পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ প্রতিরোধ ইউনিট গঠন করতে রেডক্রিসেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে বিভিন্ন বাজার, শপিংমল ও স্কুলে অগ্নিনির্বাপক মহড়া এবং অগ্নি নিরাপত্তা সরঞ্জামের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইশরাক হোসেন, ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সেলিম মিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্যরা।

এই আয়োজনের মাধ্যমে পিরোজপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Comment here