পিরোজপুরে টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিল পুলিশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পিরোজপুরে টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিল পুলিশ

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বিভিন্ন ডিজিটাল প্রতারণার শিকার ভূক্তভোগীদের হাতে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। আজ ১১ নভেম্বর পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।
সম্প্রতি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্র বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন বিকাশ, নগদ এবং অনলাইন ব্যাংকিং হ্যাকিং করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ধরনের প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা পুলিশের কাছে সাহায্য চাইলে, পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এ বিষয়ে তদন্ত শুরু করেন। তদন্তে বিভিন্ন প্রতারক চক্রকে শনাক্ত করে সংশ্লিষ্ট থানার সহায়তায় মোট ১,৯৮,০০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকা নিম্নোক্ত ভূক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে:
1. মোঃ মনিরুজ্জামান বাবলু – ইসলামী ব্যাংক একাউন্ট হ্যাকের মাধ্যমে ৯০,০০০ টাকা।
2. ডোম চয়নের (সমাজসেবা অধিদপ্তরের ভাতা সংক্রান্ত প্রতারণা) – ৮,০০০ টাকা।
3. মোঃ নাছিম হোসাইন – ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাকের মাধ্যমে ১,০০,০০০ টাকা।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নড়াইলের সদর ও কালিয়া এবং ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বসে অপরাধ কার্যক্রম পরিচালনা করেছে। সংশ্লিষ্ট থানাগুলিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, “আমরা ডিজিটাল প্রতারণার মতো অপরাধ দমনে কঠোর অবস্থানে আছি এবং ভুক্তভোগীদের সহায়তা করতে আমরা বদ্ধপরিকর। ভুক্তভোগীরা তাদের প্রতারনার স্বীকার হওয়া টাকা উদ্ধার করায় পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনলাইনে লেনদেনে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

Comment here